ফাহিমের অকাল মৃত্যুতে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
ফাহিমের অকাল মৃত্যুতে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
ফাহিমের অকাল মৃত্যুতে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

আহ্ছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি পরিবারের সদস্যরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী শিক্ষার্থী ফাহিম উদ্দিন বিন আহমেদ এর অকাল মৃত্যুতে গভীরভাবে  শোকাভিভূত। ২৯ জুন ২০২৫ তারিখে রাজধানীর উত্তরায় একটি পাথরবোঝাই ঢাকাগামী ট্রাক বেপরোয়াভাবে চালিয়ে ফাহিমসহ আরও দুইজনকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু ঘটে। ফাহিম কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে এক আত্মীয়কে দেখে খিলক্ষেত এলাকায় নিজ বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

ফাহিমের অকাল মৃত্যু বিশ্ববিদ্যালয়ে গভীর শোকের ছায়া ফেলেছে। ফাহিম ছিলেন এক অনন্য মেধাবী, পরিশ্রমী সম্ভাবনাময় শিক্ষার্থী। তাঁর শিক্ষক, সহপাঠী বিশ্ববিদ্যালয়ের সবাই তাঁকে অত্যন্ত শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করছেন।

ঘটনার প্রতিবাদে গত ৩০ জুন ২০২৫ তারিখে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় চত্বর এবং সংলগ্ন সড়কে এক শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। এতে ফাহিমের জন্য ন্যায়বিচার দায়ীদের শাস্তির দাবি জানানো হয়। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আশরাফুল হক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা,  বিভিন্ন বিভাগের শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তারা একযোগে অংশগ্রহণ করেন যা বিশ্ববিদ্যালয় পরিবারের সম্মিলিত শোক ন্যায়বিচারের প্রতি প্রতিশ্রুতি প্রকাশ করে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছে, যেন অবিলম্বে দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হয়। বিচার বিলম্ব মানেই বিচার বঞ্চনা-ফাহিমের পরিবার, বন্ধু সহপাঠীরা ন্যায়বিচার পাওয়ার অধিকার রাখে।

সম্পর্কিত