ইউআইটিএস ও ফিলিপাইনের ইউএসসি চুক্তি

নিজস্ব প্রতিবেদক
এমওইউ স্বাক্ষর ছবি: ক্যাম্পাস রিপোর্ট
এমওইউ স্বাক্ষর ছবি: ক্যাম্পাস রিপোর্ট

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস আন্তর্জাতিক শিক্ষাগত সহযোগিতা সম্প্রসারণে  ফিলিপাইনের ইউনিভার্সিটি অব সান কার্লোস এর সঙ্গে আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ২০২৫ সালের ১৯ জুন ইউআইটিএস-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে আয়োজিত অনলাইন স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে এই সমঝোতা স্মারকস্বাক্ষর সম্পন্ন হয়।

ভার্চুয়াল এই অনুষ্ঠানে ইউনিভার্সিটি অব সান কার্লোস-এর পক্ষ থেকে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ফাদার ফ্রান্সিসকো অ্যান্তোনিও এসটেপা, এসভিডি, পিএইচডি; ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক অ্যাফেয়ার্স) ফাদার জেসুরাজ অ্যান্থোনিয়াপেন, এসভিডি, পিএইচডি; এক্সটার্নাল রিলেশনস অ্যান্ড ইন্টারন্যাশনালাইজেশন অফিসের সহকারী পরিচালক কেনেথ ওপোনা, জেডি; এবং কম্পিউটার, ইনফরমেশন সায়েন্সেস অ্যান্ড ম্যাথেমেটিকস বিভাগের চেয়ার প্রফেসর ড. অ্যাঞ্জি এম. সেনিজা ক্যানিল্লো।

ইউআইটিএস-এর পক্ষে প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. আবু হাসান ভূঁইয়া। তার সঙ্গে ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. সিরাজ উদ্দীন আহমেদ, রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রকৌশলী মো. সাফায়েত হোসেন। উভয় প্রতিষ্ঠানের এই উচ্চপর্যায়ের প্রতিনিধি দলসমূহের উপস্থিতি চুক্তিকে আরও দৃঢ় ভিত্তি প্রদান করে এবং বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে একাডেমিক উন্নয়ন ও শিক্ষাগত বিনিময়ের ক্ষেত্রে নতুন দ্বিপাক্ষিক সহযোগিতার দ্বার উন্মোচন করে।

সম্পর্কিত