জাবিতে প্রতিবাদী সমাবেশ ও গণসংগীত অনুষ্ঠান

জাবি প্রতিনিধি।
গণসংগীত অনুষ্ঠান। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
গণসংগীত অনুষ্ঠান। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

‘৩৬ জুলাই স্বৈরাচার হাসিনার পতন দিবস উদযাপন-২০২৫’ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত প্রতিবাদী সমাবেশ ও গণসংগীত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সারা বাংলাদেশের জন্য গর্বের হতে হবে, এজন্য ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে ভালো বন্ধুত্ব থাকতে হবে।  তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল সাংস্কৃতিক সংগঠনকে বিশ্ববিদ্যালয় নিয়ে যৌক্তিক সমালোচনা করতে হবে। উপাচার্য শিক্ষার্থীদেরকে দুঃশাসন ভাঙ্গা ও নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানান।

সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও ‘৩৬ জুলাই স্বৈরাচার হাসিনার পতন দিবস উদযাপন-২০২৫’ কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. শামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, প্রক্টর, বিভিন্ন হলের প্রভোস্ট এবং শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি ফাইজা মেহজাবিন ও মেহের আফরোজ শাঁওলী। এছাড়া অনুষ্ঠানে সাংস্কৃতিক জোটের পরিবেশনায় সমবেত কন্ঠে গণসংগীত গাওয়া হয়।

সম্পর্কিত