বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে চিকিৎসা বিজ্ঞানের সাথে প্রকৌশলের সমন্বয় ঘটিয়ে উন্নত স্বাস্থ্যসেবা প্রযুক্তি উদ্ভাবনের নানা বিষয়ে অগ্রগতি নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগের আয়োজনে বিভাগটির প্রথম ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়। আজ রোববার ২২ জুন সকাল সাড়ে ১১ টায় যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারীতে “রিসার্চ, ইন্ডাস্ট্রি অ্যান্ড কোলাবরেশন ইন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং” বিষয়ক ন্যাশনাল কনফারেন্স আয়োজন করে যবিপ্রবির বিএমই বিভাগ। কনফারেন্সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।
বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবি কোষাধ্যক্ষ বলেন, যবিপ্রবিতে মাসব্যাপী কনফারেন্স কার্নিভাল আয়োজনের মূল উদ্দেশ্যে সবাইকে একই ছাতার নিচে আনা। এখান থেকে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করে নিজেদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলবে। একাডেমিক উন্নয়নের পাশাপাশি নিজেদের আন্তর্জাতিক মানের ভাবে গড়ে তোলার ক্ষেত্রে কনফারেন্সের কোনো বিকল্প নেই। দক্ষতা অর্জন করলে নিজেদের পেশাগত উন্নয়নের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিঁনি আরও বলেন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিসর বিশ্বে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে প্রকৌশলের সমন্বয় ঘটিয়ে তোমরা এই জাতিকে নতুন এক পথ দেখাতে পারবে। এজন্য তোমাদের গবেষণামুখী হতে হবে। তোমাদের গবেষণায় এই বিশ্ব এগিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।
কনফারেন্সে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তারিখ আরাফাত, খুলনা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. বশির উদ্দিন, মিলিটারি ইন্সটিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আসাদুর রহমান, ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সাইন্সের পরিচালক ড. জামিউল হোসেন। বক্তারা চিকিৎসা বিজ্ঞানের সাথে প্রকৌশলের সমন্বয় ঘটিয়ে উন্নত স্বাস্থ্যসেবা প্রযুক্তি উদ্ভাবনসহ নানা বিষয়ে গবেষণালদ্ধ তথ্য, অগ্রগতি ও উন্নয়ন বিষয়ে স্লাইড আকারে বিস্তারিত আলোকপাত করেন।
কনফারেন্সের শুরুতে সকাল ১০ টাই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কনফারেন্সের প্রথম পর্ব শেষে দুপুর ২ টাই শুরু হয় প্রকল্প প্রদর্শন ও পোস্টার প্রেজেন্টেশন। বুয়েট, কুয়েট, এমএসটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। বিকেল ৪ টাই কনফারেন্সে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান, প্রকল্প প্রদর্শন ও পোস্টার প্রেজেন্টেশনে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়।
কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কনফারেন্সের আহবায়ক ও বিএমই বিভাগের চেয়ারম্যান ড. হাসান মো. আল ইমরান, অনুষ্ঠানে যবিপ্রবির বিএমই বিভাগসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিএমই বিভাগের প্রভাষক আনিকা আনজুম।