‘সম্প্রতি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে জড়িয়ে ‘সামান্য ভুলে স্বপ্ন ভঙ্গ হতে চলেছে ভ্যানচালকের কন্যা মীমের’ শীর্ষক একটি সংবাদ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে। বর্তমানে গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত থেকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষা-২০২৫-২৬ এর ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। ভর্তির যাবতীয় প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটি-২০২৫-২৬ নিয়ন্ত্রণ করে (সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত)। ফলে ভর্তির জন্য বরাদ্দকৃত নির্ধারিত সময়ের বাইরে গিয়ে অত্র বিশ্ববিদ্যালয়ের এমনকি গুচ্ছভুক্ত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রাথমিক ভর্তি কার্যক্রম পরিচালনা করা অসম্ভব।
তবে বিষয়টির মানবিক দিক আমলে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তা বিবেচনা করেছে এবং ভর্তিচ্ছু শিক্ষার্থীর আবেদনটি কেন্দ্রীয় গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটিতে প্রেরণ করেছে।