নোবিপ্রবির নেতৃবৃন্দ ক্লাব ও সংগঠনের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

নোবিপ্রবি প্রতিনিধি।
মতবিনিময় সভা । ছবি: ক্যাম্পাস রিপোর্ট
মতবিনিময় সভা । ছবি: ক্যাম্পাস রিপোর্ট

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শ্রেণি প্রতিনিধি (সিআর), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও  বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও সংগঠনের সঙ্গে উপাচার্যের (রুটিন দায়িত্ব) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২২ জুলাই ২০২৫) মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে  বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মরণ অনুষ্ঠানমালা বাস্তবায়নের লক্ষ্যে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন নোবিপ্রবি উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক। সভায় উপস্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ। মতবিনিময়কালে উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক  বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়ার ক্ষেত্রে শিক্ষার্থীসহ সকলের সহযোগিতা কামনা করেন ও তাদের মূল্যবান পরামর্শকে সাধুবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন নোবিপ্রবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. শিবলুর রহমানসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। সভা সঞ্চালন করেন নোবিপ্রবি প্রক্টর এ এফ এম আরিফুর রহমান।

সম্পর্কিত