চুয়েট এমএমই বিভাগের বিদায় অনুষ্ঠান

চুয়েট প্রতিনিধি।
বিদায় অনুষ্ঠানে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া ও অন্যান্য অতিথিবৃন্দ। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
বিদায় অনুষ্ঠানে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া ও অন্যান্য অতিথিবৃন্দ। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ম্যাটেরিয়ালস অ্যান্ড ম্যাটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে “এমএমই-১৯ ব্যাচের বিদায় অনুষ্ঠান” সম্পন্ন হয়েছে। গত ১৫ জুলাই (মঙ্গলবার) ২০২৫ খ্রি: বিকালে একাডেমিক ভবন-৫ প্রাঙ্গনে আয়োজিত "এমএমই-১৯ ব্যাচের বিদায় অনুষ্ঠান”-এ প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়। এতে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান।

এমএমই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আরাফাত রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এমএমই বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জদ আহমেদ। এতে সঞ্চালনা করেন এমএমই ২১ ব্যাচের শিক্ষার্থী মাহির ওয়াসিফ ও আফরোজা বিনতে সারোওয়ার।

সম্পর্কিত