গোবিপ্রবির আবাসিক হলে ফ্যান প্রদান

গোবিপ্রবি প্রতিনিধি
উপাচার্যের হাত থেকে ফ্যান গ্রহণ করছেন,প্রাধ্যক্ষ ড.মো.রবিউল ইসলাম । ছবি: ক্যাম্পাস রিপোর্ট
উপাচার্যের হাত থেকে ফ্যান গ্রহণ করছেন,প্রাধ্যক্ষ ড.মো.রবিউল ইসলাম । ছবি: ক্যাম্পাস রিপোর্ট

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থীদের কষ্ট লাঘবে দুটি আবাসিক হলে বৈদ্যুতিক পাখা (ফ্যান) লাগানোর ব্যবস্থা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর তার অফিস কক্ষে হল প্রাধ্যক্ষদের কাছে ফ্যান হস্তান্তর করেন।এর আগে গত ১৫ মে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর আবাসিক হল পরিদর্শনে গেলে ফ্যান লাগানোর দাবি জানান শিক্ষার্থীরা। এ সময়,শিক্ষার্থীদের কাছে হলের সকল কক্ষে ফ্যান লাগানোর প্রতিশ্রুতি দেন উপাচার্য।

এরই অংশ হিসেবে আজ স্বাধীনতা দিবস হলের প্রাধ্যক্ষ ড.মো.আসাদুজ্জামান খান ও বিজয় দিবস হলের প্রাধ্যক্ষ ড.মো.রবিউল ইসলাম উপাচার্যের হাত থেকে ফ্যান গ্রহণ করেন।উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন,দায়িত্ব গ্রহণের পর থেকেই আমরা বিশ্ববিদ্যালয়কে নতুনভাবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছি। প্রতিনিয়ত চেষ্টা করছি শিক্ষার্থীদের যৌক্তিক দাবিদাওয়া পূরণের। আজকে ফ্যান হস্তান্তরের মধ্য দিয়ে আরেকটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হলো।

এ সময় শিক্ষার্থীদের কষ্ট লাঘবে ব্যবস্থা গ্রহণ করায় উপাচার্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রাধ্যক্ষগণ।

সম্পর্কিত