নিটারের বাইনারি ফুটবল লিগে বিজয়ী এফসি টেরাবাইট, রানারআপ বাগ ক্রুলার্স

নিটার থেকে সামিহা সামি
মুখোমুখি এফসি টেরাবাইট ও বাগ ক্রুলার্স ছবি: ক্যাম্পাস রিপোর্ট
মুখোমুখি এফসি টেরাবাইট ও বাগ ক্রুলার্স ছবি: ক্যাম্পাস রিপোর্ট

সাভারে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চের (নিটার) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে এবং নিটার গেমস এন্ড স্পোর্টস ক্লাবের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত বাইনারি ফুটবল লিগ (বিএফএল) ২০২৫-এর জমজমাট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ জুলাই) বিকেল ৩টায় নিটারের সেন্ট্রাল মাঠে অনুষ্ঠিত হওয়া ফাইনালে এফসি টেরাবাইট ও বাগ ক্রুলার্স মুখোমুখি হয়। এতে ২-০ ব্যবধানে জয়লাভ করে এবারের শিরোপা নিজেদের করে নেয় এফসি টেরাবাইট, রানারআপ হয় বাগ ক্রুলার্স।

শুরু থেকেই ম্যাচে ছিল টানটান উত্তেজনা। প্রথমার্ধে দু’দলের রক্ষণভাগ দৃঢ় থাকলেও দ্বিতীয়ার্ধে দশম ব্যাচের কাউসার আহমেদ জোড়া গোল করে নিজের দলকে এগিয়ে দেন। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত বাগ ক্রুলার্স আর ঘুরে দাঁড়াতে পারেনি। 

মাঠের গ্যালারিতে উপস্থিত ছিলেন প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী, যারা টানটান উত্তেজনার ম্যাচটি উপভোগ করেন উৎসবমুখর পরিবেশে।

ফাইনাল ওই ম্যাচটিতে উপস্থিত ছিলেন নিটারের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মুয়াজ রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আনিসুর রহমান ও মুহাম্মদ সাইদুজ্জামান, লেকচারার উৎপল কান্তি দাস এবং তানভীর আহমেদসহ আরও বেশ কয়েকজন শিক্ষক।

আয়োজকদের মতে, শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, দলীয় মনোভাব ও খেলাধুলার চর্চা বাড়াতেই এই আয়োজন। টানটান উত্তেজনাপূর্ণ একটি টুর্নামেন্ট সম্পন্ন করতে পারায় তারা আনন্দিত।

সম্পর্কিত