ঢাবি উপাচার্যের জাপান সফরে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ঢাবি প্রতিনিধি।
সমঝোতা স্মারক স্বাক্ষরের পর বিশেষ ফটো সেশন। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
সমঝোতা স্মারক স্বাক্ষরের পর বিশেষ ফটো সেশন। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সম্প্রতি ছয়দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন। তিনি গত ২২ জুলাই এহিম বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে জাপান গমণ করেন। সফরকালে উপাচার্য এহিম বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক ড. নিশিনা হিরোসিগে এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেন।

দ্বিপাক্ষিক আলোচনার অংশ হিসেবে উভয় বিশ্ববিদ্যালয় বিদ্যমান শিক্ষা ও গবেষণায় সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। এই অংশীদারিত্ব আরও গভীর করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক  (MoU) স্বাক্ষরিত হয়।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান Implementing Water Quality Monitoring and Purification Technologies to Control Health Risks for Antimicrobial Resistance (AMR) in the Dhaka Metropolitan Area শীর্ষক একটি যৌথ গবেষণা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে একটি  Collaborative Research Agreement (CRA)- এ স্বাক্ষর করেন। এই প্রকল্পটি জাইকা  (JICA) এবং জাপান সায়েন্স অ্যান্ড টেকনোলজি এজেন্সি (JST)- এর অর্থায়নে পরিচালিত হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রধান বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করবে। এই প্রকল্পের বাংলাদেশ অংশে প্রধান গবেষক  (Principal Investigator) হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন। সফরকালে উপাচার্য এহিম বিশ্ববিদ্যালয়ের আধুনিক ল্যাবরেটরি ও কয়েকটি গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন করেন, যেখানে তাঁর সঙ্গে অধ্যাপক ড. আনোয়ার হোসেনও উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান টোকিওতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশন আয়োজিত একটি আন্তর্জাতিক সেমিনারে মূল বক্তা হিসেবে বক্তৃতা প্রদান করেন। সেমিনারের শিরোনাম ছিল: “রোহিঙ্গা শরণার্থী সংকট: আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি, প্রত্যাবাসনের পথ এবং জীবিকা নির্বাহের চ্যালেঞ্জ”। তিনি ফাউন্ডেশনের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের সভায় অংশগ্রহণ করেন এবং ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণা পরিচালনার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

এছাড়াও, উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান  Institute for Global Environmental Strategies (IGES) এর রিসার্চ পরিচালকের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। সেখানে জলবায়ু নীতিনির্ধারণ ও নীতি-ভিত্তিক যৌথ গবেষণা কার্যক্রমে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান মন্তব্য করেন যে, এই সফরের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক গবেষণা ও একাডেমিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
 

সম্পর্কিত