চবিতে জুলাই ওমেন্স ডে উদযাপিত

চবি প্রতিনিধি।
প্রশাসনিক ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ছাত্রী সমাবেশ। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
প্রশাসনিক ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ছাত্রী সমাবেশ। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ হিসেবে আজ (১৪ জুলাই ২০২৫) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে জুলাই ওমেন্স ডে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত কর্মসূচির মধ্যে ছিল বেলা ১১টায় জুলাই ওমেন্স ডে র‌্যালি। চবি স্মরণ চত্বর (জিরো পয়েন্ট) থেকে কাটা পাহাড়-শহীদ মিনার হয়ে প্রশাসনিক ভবনের সামনে র‌্যালিটি শেষ হয়। বেলা সাড়ে ১১টায় চবি প্রশাসনিক ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ছাত্রী সমাবেশ।

ছাত্রী সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। চবি শামসুন নাহার হলের প্রভোস্ট প্রফেসর ড. বেগম ইসমত আরা হক-এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন চবি আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার। এতে চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রী হলের প্রভোস্ট, আবাসিক শিক্ষক, ছাত্রী, বিভিন্ন অফিস প্রধানও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

চবি উপ-উপাচার্য (একাডেমিক) জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, বাংলাদেশের সকল আন্দোলন-সংগ্রামে নারীরা পিছিয়ে ছিলেন না। দেশ-জাতির সকল ক্লান্তিলগ্নে, এমনকি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তাদের ন্যায্য অধিকার আদায়ে সবসময় সর্বোচ্চ সক্রিয়তা দেখিয়েছেন। তিনি আরও বলেন, গত জুলাই গণআন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু নারী শিক্ষক ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে সরাসরি অংশগ্রহণ করেন। উপ-উপাচার্য আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে নারীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

উপ-উপাচার্য (প্রশাসন) বলেন, এ দেশের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নারীদের ভূমিকা দৃশ্যমান। নারী শিক্ষার্থীরা তাদের বিভিন্ন অধিকার আদায়ে এবং বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, নারীরা অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করে যাচ্ছেন। জুলাই আন্দোলনে তাদের স্মৃতিকে আমরা ধারণ করছি। উপ-উপাচার্য নারী শিক্ষার্থীদের সুস্থতা এবং উত্তরোত্তর সফলতা কামনা করেন।

অনুষ্ঠানের সভাপতি বলেন, জুলাই আন্দোলনে মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। তাদের অংশগ্রহণ গণআন্দোলনকে গণজোয়ারে পরিণত করেছিল। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ এবং ক্যাম্পাসকে ছাত্রীদের জন্য সন্ত্রাসমুক্ত ও নিরাপদ করে গড়ে তোলার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

চবি ফাইন্যান্স বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী জান্নাতুন নূরের সঞ্চালনায় অনুষ্ঠিত নারী সমাবেশে বক্তব্য রাখেন চবি ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সারা সুমাইয়া খানি। সমাবেশের শুরুতে শহীদদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়। র‌্যালি এবং সমাবেশ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে লাল ক্যাপ বিতরণ করা হয়।

সম্পর্কিত