খুবিতে প্রিন্টমেকিং এক্সিবিশন

খুবি প্রতিনিধি।
এক্সিবিশনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
এক্সিবিশনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

খুলনা বিশ্ববিদ্যালয় প্রিন্টমেকিং ডিসিপ্লিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং বিভাগের মধ্যে পাঠ্যক্রম এবং শিক্ষণ পদ্ধতি বিনিময়ের মাধ্যম হিসেবে, ঢাকার জয়নুল গ্যালারিতে গত ২ জুলাই থেকে ৭ দিনব্যাপী একটি যৌথ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীর বিষয় ছিল ‘নন-টক্সিক ইন্টাগ্লিও প্রিন্টমেকিং’। উক্ত প্রদর্শনীতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ২৩ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষকের শিল্পকর্ম প্রদর্শীত হয়। এই প্রদর্শনীর শিল্পকর্মগুলোতে অ্যাসিড ব্যবহার না করে পরিবেশবান্ধব ইলেক্ট্রোবাইট এবং তুঁত লবণের মিশ্রণ ব্যবহার করা হয়েছে।

আজ ৩১ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১১ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং ডিসিপ্লিনের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস স্কুলের স্মার্ট ক্লাস রুমে এক্সিবিশনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। প্রিন্টমেকিং ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রিন্টমেকিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক পলাশ বরণ বিশ্বাস, শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন শাফিন ইমতিয়াজ সিহাব, আবু সিয়াম বুলবুল এবং রবিউল ইসলাম সাজিদ। এসময় ডিসিপ্লিনের সকল শিক্ষক ও শিক্ষর্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে,গত ২৮ নভেম্বর ২০২৪ খ্রি. তারিখ থেকে ৩০ নভেম্বর ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত তিন দিনব্যাপী একটি কোলাবোরেটিভ ওয়ার্কশপ খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মোট ৪৬ জন প্রিন্টমেকার অংশগ্রহণ করেন।

সম্পর্কিত