খুলনা বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন-এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ জুলাই (সোমবার) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।এ সময় তিনি বলেন, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় একটি প্রশংসনীয় উদ্যোগ। আমাদের সমাজে এখনো অনেকে নিজের রক্তের গ্রুপ জানেন না। এ কর্মসূচির মাধ্যমে তারা নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে জানতে পারবেন। সবচেয়ে বড় কথা, যখনই আমাদের বিশ্ববিদ্যালয়ে কারও রক্তের প্রয়োজন হয়, তখনই বাঁধন এগিয়ে আসে।
তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য থ্যালাসেমিয়া পরীক্ষার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি চালু হবে। এসব উদ্যোগ বাস্তবায়নে বাঁধনের সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত এবং খান বাহাদুর আহছানউল্লা হলের প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান।
এ সময় বাঁধন, খুলনা বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি হৃদয় রায়, সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ সংগঠনের সদস্য, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।