বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর পুনর্গঠিত কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির প্রথম সভা গতকাল (৩০ জুন ২০২৫) রবিবার বাউবির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এর সভাপতিত্বে তাঁর গাজীপুরস্থ ভাইস চ্যান্সেলর’স মিটিং হলে অনুষ্ঠিত হয়। গুরুত্বপূর্ণ এ সভায় সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে কিউএসি কমিটির সদস্য সচিব ও আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক খান মোঃ মনোয়ার ইসলাম ২০২৪-২০২৫ অর্থবছরের সম্পাদিত ১৪ টি কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন ও মূল্যায়ন সম্পর্কিত বিষয় তুলে ধরেন। এছাড়াও তিনি ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাউবির শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং যুগোপযোগী শিক্ষা পরিকল্পনা প্রণয়ন সম্পর্কিত ২৮টি কর্মপরিকল্পনা উপস্থাপন করলে তা নিয়ে উপস্থিত সকল সদস্যবৃন্দ তাঁদের মতামত তুলে ধরেন।
সভায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, "বাউবি একটি ব্যতিক্রমী বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনায়ন ও গুণগত মান নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান চ্যালেঞ্জ। বাউবির আইকিউএসি এই চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনেপ্রাণে বিশ্বাস করি। তাঁদের নিরলস প্রচেষ্টায় বাউবি শিক্ষা কার্যক্রম আরও উচ্চ মান অর্জন করতে সক্ষম হবে এবং প্রতিষ্ঠান হিসেবে বাউবি দেশের উন্নয়নে আরও বেশি অবদান রাখবে বলে আমি আশা রাখি কেননা বর্তমান আইকিউএসি টিম দায়িত্ব গ্রহণের অল্পদিনের মধ্যে তাদের কাজের সক্ষমতা প্রমাণ করেছে।
তিনি আরো বলেন, শুধু সেমিনার, ট্রেনিং এবং ওয়ার্কশপ আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ এবং তা সমাধানের লক্ষ্যে বাউবির বিভিন্ন স্কুল এবং বিভাগের সাথে সমন্বয় সভা আয়োজনের মাধ্যমে সকলের মানসম্মত কাজের গতিশীলতা কিভাবে আনায়ন করা যায় সে ব্যাপারে আইকিউএসি তাদের কর্মসূচি অব্যাহত রাখবেন"।
সভায় বাউবির ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ, আইকিউএসি এর পরিচালক, অর্থ ও হিসাব বিভাগের পরিচালকসহ অন্যান্য সিনিয়র শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।