জাকসু নির্বাচনের নতুন তারিখ

জাবি প্রতিনিধি।
জাকসু ভবন। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
জাকসু ভবন। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। জাবি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১১ সেপ্টেম্বর এ নির্বাচন হবে।শুক্রবার ভোরে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থী প্রতিনিধি ও ছাত্র সংগঠনের সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাসান।

সভা শেষে উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে বিশদ আলোচনার পরই আমরা জাকসু নির্বাচন ১১ সেপ্টেম্বর অনুষ্ঠানের সিদ্ধান্ত করেছি।’জুলাই আন্দোলনে অভিযুক্ত শিক্ষক ও শিক্ষার্থীদের বিচারিক প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সম্পর্কিত