ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পিএসওবিরর সভাপতি অভি, সম্পাদক সিজার

ইবি থেকে বিপ্লব হোসেন
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের  শিক্ষার্থী ও শিক্ষকদের কল্যাণে গঠিত পলিটিক্যাল সাইন্স অর্গানাইজেশন ফর ব্যানোভলেন্স এর দ্বিতীয় কংগ্রেস ২০২৫-২৬ কার্যবর্ষের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুবায়ের অভি এবং  সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিজার প্রামানিক। মঙ্গলবার ( ৪ নভেম্বর) সকাল ৯ টা থেকে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত বিভাগের ৩৩০ নং কক্ষে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে বিকাল তিনটার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন।

এতে সভাপতি জুবায়ের অভি ১০ নং ব্যালটে ২৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার প্রতিদ্বন্দী নাইম ইসলাম ৯ নং ব্যালটে ১১০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। সাধারণ সম্পাদক সিজার প্রামানিক ৭ নং ব্যালটে ২৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার প্রতিদ্বন্দী জোবায়ের সরকার জিহাদ ৫ নং ব্যালটে ১৪৯ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। মোট ৪৬০ টি ভোটের মধ্যে ৪০০ টি কাস্ট হয়। 

এসময় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিভাগের শিক্ষক ও কংগ্রেসপতি সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন। নির্বাচন কমিশনার হিসেবে  সহকারী অধ্যাপক ওবাইদুল হক, সহযোগী অধ্যাপক শেরিনা খাতুন, সহকারী অধ্যাপক রিপোনুজ্জামান ও সহকারী অধ্যাপক হাবিবুর রহমান দায়িত্বপালন করেন।নবনির্বাচিত সভাপতি জুবায়ের অভি বলেন, “আমি আমাদের ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের ভালোবাসা ও আস্থায় PSOB-এর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছি। এই সংগঠন সবসময় দরিদ্র, মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের পাশে থেকেছে — আমি চাই এই মানবিক কাজগুলো আরও বিস্তৃত হোক। সহপাঠীদের সহযোগিতায় PSOB-কে একটি আদর্শ ও সেবামূলক সংগঠনে পরিণত করাই হবে আমার মূল লক্ষ্য। আমি সবার মতামত ও অংশগ্রহণকে মূল্য দিয়ে কাজ করতে চাই। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে পলিটিক্যাল সায়েন্স বিভাগের জন্য একটি উদাহরণ তৈরি করব।”

উল্লেখ্য, পলিটিকাল সায়েন্স অর্গানাইজেশন ফর ব্যানোভলেন্স ২০২৩ সালের ফ্রেব্রুয়ারিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও শিক্ষক উভয়ের কল্যাণে নিজস্ব সংবিধান নিয়ে গঠিত হয়। POSB আর্থিকভাবে  অস্বচ্ছল ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষার্থীদের সহায়তার উদ্দেশ্য কাজ করে।

সম্পর্কিত