ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্ররা পুরোনো ফান্ডের অর্থের হিসাব ও বাজেটের স্বচ্ছতা দাবি করে রোববার (২৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিং ঘেরাও করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এবি যুবায়েরের নেতৃত্বে এই ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীরা বলেন, অতীতের হল সংসদ ও ডাকসুর সব ফান্ডের হিসাব প্রকাশ করতে হবে এবং সুষ্ঠুভাবে বাজেট বুঝিয়ে দিতে হবে।
তারা আরও তিন দফা দাবি উত্থাপন করেন—
১️. ঢাবি ক্যাম্পাসকে টোকাই, ভবঘুরে ও মাদকমুক্ত করা,
২️. বিশ্ববিদ্যালয়ে নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা,
৩️. শিক্ষার্থীদের জন্য আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে ডাকসু ও হল সংসদের ফান্ডের কোনো স্পষ্ট হিসাব পাওয়া যাচ্ছে না। এ কারণে ছাত্রনেতারা ট্রেজারার অফিসের সঙ্গে দেখা করে হিসাব জানাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।
সমাজসেবা সম্পাদক এবি যুবায়ের বলেন, “এই ফান্ড শিক্ষার্থীদের অধিকারভুক্ত। আমরা জানতে চাই, এত বছরে সংগৃহীত অর্থ কোথায় ব্যবহৃত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি বিষয়টি স্পষ্টভাবে ব্যাখ্যা না করে, তবে বৃহত্তর আন্দোলনের পথে যাব।”
এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবন ঘেরাওয়ের সময় সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি ডাকসুর বাজেট পাসে বিলম্ব, অর্থের হিসাব নিয়ে অস্পষ্টতা এবং হল ফান্ড বিতরণে জটিলতা সৃষ্টি হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। এরই ধারাবাহিকতায় আজকের এই ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঘটনাস্থলে উপস্থিত শিক্ষক ও কর্মকর্তা সূত্রে জানা যায়, আলোচনার মাধ্যমে দাবি বাস্তবায়নে প্রশাসন শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছে।