চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় (সিএমইউ) অধিভুক্ত সরকারি ও বেসরকারি ১৬ মেডিকেল কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষার কক্ষে উচ্চ রেজ্যুলেশন সম্পন্ন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। শুধুমাত্র ভিডিও নয়, অডিও পর্যবেক্ষণও চালু থাকবে। লিখিত পরীক্ষার পাশাপাশি মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার কক্ষে এই ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ডা. অজয় দেব দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন, এই উদ্যোগের মাধ্যমে পরীক্ষার নকল প্রতিরোধ করা হবে। পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর পুরো সিসিটিভি পর্যবেক্ষণের পূর্ণ নিয়ন্ত্রণ রাখবে।
এর আগে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিএমইউ কর্তৃপক্ষ সকল অধিভুক্ত প্রতিষ্ঠানে পরীক্ষার কক্ষে আইপি সেট-আপ সিসিটিভি স্থাপনের নির্দেশ দিয়েছে। ধীরে ধীরে সমস্ত মেডিকেল, ডেন্টাল, নার্সিং এবং অন্যান্য প্রতিষ্ঠান এই নজরদারির আওতায় আসবে।
উল্লেখ্য, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ২০১৭ সালে। বর্তমানে চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজার, নোয়াখালী, চাঁদপুর ও কুমিল্লা—৬টি সরকারি মেডিকেল কলেজসহ ১৯টি মেডিকেল কলেজ এবং প্রায় ৩৯টি সরকারি-বেসরকারি নার্সিং কলেজ ও অন্যান্য প্রতিষ্ঠান এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। আগে এসব প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল।
/এমএস