বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আজ ‘সেমিনার অন টার্নিং পটেনসিয়াল ইন্টু প্র্যাকটিস: প্রিসিশন মেডিসিন ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমইউর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।
সেমিনারে তিনি বলেন, প্রিসিশন মেডিসিন রোগীর জিনগত বৈশিষ্ট্য, পরিবেশ ও জীবনধারার ওপর ভিত্তি করে চিকিৎসা নির্ধারণে গুরুত্বপূর্ণ। এতে রোগীর জন্য সঠিক সময়ে সঠিক মাত্রায় ওষুধ প্রদানের মাধ্যমে চিকিৎসা আরও কার্যকর ও নিরাপদ হয়। এছাড়াও, প্রিসিশন মেডিসিন রোগ নির্ণয় ও প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং ভবিষ্যতে এআই-এর সঙ্গে একত্রে কাজ করবে।
ইউজিসির সাব প্রজেক্ট হাইয়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (এইচইএটি) উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে বিএমইউসহ দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজ ও কানাডার ইউনিভার্সিটি অব টরন্টোর গবেষকরা প্রবন্ধ উপস্থাপন করেন। বক্তারা প্রিসিশন মেডিসিনের বাস্তব প্রয়োগ, নীতি, আইন ও নৈতিকতা এবং জটিল রোগে এর কার্যকারিতা নিয়ে আলোচনা করেন।
উল্লেখযোগ্য প্রবন্ধের মধ্যে ছিল- ‘রোডম্যাপ ইন ইমপ্লেমেন্টিং প্রিসিশন মেডিসিন’, ‘এক্সেলারেটিং প্রিসিশন মেডিসিন উইথ এআই’, ‘ফার্মাকোজেনোমিক্স ইন প্রিসিশন মেডিসিন’ এবং প্রিসিশন মেডিসিন বাস্তবায়নের জন্য প্রস্তাবিত আইন ও নীতিমালা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. আফজালুন নেছা এবং সঞ্চালনা করেন অধ্যাপক ডা. লায়লা আনজুমান বানু।
সেমিনারের শেষ অংশে অনুষ্ঠিত হয় প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব, যেখানে শিক্ষার্থী ও চিকিৎসকরা অংশ নেন। শেষে বক্তা ও অতিথিদের মধ্যে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।
/এমএস