রাজধানীর ধানমন্ডিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এনআইএসটি)তে মঙ্গলবার আয়োজিত কর্মশালায় তিনি এ কথা বলেন।কর্মশালা যৌথভাবে আয়োজন করে জাতীয় বিশ্ববিদ্যালয় ও সরকারের এটুআই প্রকল্প।ভাইস-চ্যান্সেলর বলেন, তথ্যপ্রযুক্তি ও বিদেশি ভাষায় দক্ষতার অভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা চাকরির বাজারে পিছিয়ে পড়ছে। এ পরিস্থিতি মোকাবেলায় স্নাতক সম্মান পর্যায়ে আইসিটি ও ইংরেজি ভাষা বাধ্যতামূলক করা হয়েছে। তিনি আরও জানান, সময়ের সাথে তাল মিলিয়ে বৈশ্বিক চাহিদা পূরণে যুগোপযোগী শিক্ষা প্রদানে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
তিনি আইসিটি খাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিম্ন ও মধ্যবিত্ত শিক্ষার্থীদের জন্য আধুনিক প্রযুক্তি শিক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।
কর্মশালার সমাপনি সেশনে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ নূরুল ইসলাম এবং ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম। প্রেজেন্টেশন দেন এটুআই-এর ফিউচার স্কিলস অ্যান্ড এমপ্লয়মেন্ট কো-অর্ডিনেটর। এছাড়া শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক মোছাঃ সালমা পারভীন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন ড. এ এইচ এম রুহুল কুদ্দুস এবং আইসিটি ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলের সিইও বক্তব্য রাখেন।
কর্মশালায় বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও বেসরকারি আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।