বিশ্বে দূষণে শীর্ষে লাহোর, ঢাকাও ঝুঁকিতে

নিজস্ব প্রতিবেদক।
ঘন ধোঁয়ায় ঢেকে থাকা লাহোর ও ঢাকার আকাশে দূষণের ভয়াবহ চিত্র। ছবি: ক্যাম্পাস রিপোর্ট।
ঘন ধোঁয়ায় ঢেকে থাকা লাহোর ও ঢাকার আকাশে দূষণের ভয়াবহ চিত্র। ছবি: ক্যাম্পাস রিপোর্ট।

বিশ্বব্যাপী বায়ু দূষণের মাত্রা বেড়ে বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে দক্ষিণ এশিয়ার শহরগুলোতে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ু মান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার (IQAir) এর সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, আজ মঙ্গলবার সকাল ১১টার তথ্য অনুযায়ী পাকিস্তানের লাহোর শহর বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর শীর্ষে অবস্থান করছে। এ সময় শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ছিল ৪০৪, যা ‘অতি বিপজ্জনক’ স্তর হিসেবে বিবেচিত।

একই তালিকায় ভারতের রাজধানী দিল্লি ৩০৮ স্কোর নিয়ে দ্বিতীয় এবং চীনের বেইজিং তৃতীয় অবস্থানে রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই তিনটি শহরের মতো দক্ষিণ এশিয়ার অন্যান্য শহরেও বায়ু দূষণের ভয়াবহতা ক্রমশ বাড়ছে, যা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে।

বাংলাদেশের রাজধানী ঢাকাও দূষিত শহরের তালিকা থেকে পিছিয়ে নেই। যদিও সর্বশেষ প্রতিবেদনে ঢাকার সুনির্দিষ্ট স্কোর উল্লেখ করা হয়নি, তবে শহরটির বায়ু মান ইতিমধ্যেই অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে বলে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে। যানবাহনের কালো ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি, পোড়া বর্জ্য ও শিল্পাঞ্চলের ধোঁয়া মিলিয়ে বাতাসে ক্ষতিকর কণার ঘনত্ব বেড়েই চলেছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এমন দূষিত বাতাসে দীর্ঘ সময় শ্বাস নেওয়া শ্বাসযন্ত্র, হৃদযন্ত্র ও ফুসফুসজনিত জটিলতা বাড়িয়ে দিতে পারে। শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছেন।

পরিবেশবিদরা মনে করছেন, বায়ু দূষণ রোধে এখনই সরকার ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি। শুধুমাত্র নিয়ন্ত্রণ নয়, বরং দূষণের উৎস চিহ্নিত করে দীর্ঘমেয়াদি পরিবেশ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।

তাদের মতে, যদি এখনই কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তবে শ্বাসপ্রশ্বাসজনিত রোগ, হৃৎরোগ, এমনকি অকাল মৃত্যুর হারও আরও বৃদ্ধি পাবে।

সম্পর্কিত