আপত্তিতে প্রাথমিকের সংগীত শিক্ষক পদ বাতিল

নিজস্ব প্রতিবেদক
প্রাথমিক স্তরে সংগীত শিক্ষক নিয়োগের বিরোধিতায় ১৩ অক্টোবর ঢাকায় সংবাদ সম্মেলন করে হেফাজতে ইসলাম। ছবি: সংগৃহীত
প্রাথমিক স্তরে সংগীত শিক্ষক নিয়োগের বিরোধিতায় ১৩ অক্টোবর ঢাকায় সংবাদ সম্মেলন করে হেফাজতে ইসলাম। ছবি: সংগৃহীত

ধর্মভিত্তিক সংগঠনগুলোর তীব্র আপত্তির মুখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে সৃষ্ট ‘সংগীত শিক্ষক’ পদ বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে বাতিল করা হয়েছে ‘শরীরচর্চা শিক্ষক’ পদটিও।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০২৫’-এ এই দুটি পদ বাদ দেওয়ার পাশাপাশি কিছু শব্দগত পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত বিধিমালার গেজেট প্রকাশিত হয়েছে রোববার।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আকতার খান জানান, “আগস্টে প্রকাশিত বিধিমালায় চারটি ক্যাটাগরির পদ ছিল। নতুন সংশোধনে রাখা হয়েছে দুটি। সংগীত ও শরীরচর্চা বিষয়ের সহকারী শিক্ষকের পদ নতুন বিধিমালায় আর নেই।”

তবে ধর্মভিত্তিক সংগঠনগুলোর সমালোচনার কারণেই পদগুলো বাতিল করা হয়েছে কি না—এ বিষয়ে মন্তব্য করতে চাননি তিনি। শুধু বলেন, “আপনারা এটি খতিয়ে দেখতে পারেন।”

বিধিমালায় আনা পরিবর্তনের বিষয়ে মাসুদ আকতার খান আরও বলেন, “আগের বিধিমালায় বলা হয়েছিল, মেধার ভিত্তিতে নিয়োগ পাওয়া পদগুলোর মধ্যে ২০ শতাংশ বিজ্ঞান বিষয়ের স্নাতক ডিগ্রিধারী এবং বাকি ৮০ শতাংশ অন্যান্য বিষয়ের ডিগ্রিধারীরা নিয়োগ পাবেন। এখানে একটি শব্দগত বিভ্রান্তি ছিল। আসলে কোটার বাইরে ওই ৮০ শতাংশ পদ ‘কমন’—অর্থাৎ বিজ্ঞান বা অন্যান্য বিষয়ের স্নাতকরাই সেখানে আবেদন করতে পারবেন।”

তিনি জানান, তাই সংশোধিত বিধিমালায় ‘অন্যান্য বিষয়ে’ শব্দবন্ধটি বদলে ‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্যূন’ শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে।

প্রসঙ্গত, প্রাথমিক স্তরে সংগীত শিক্ষক নিয়োগের বিরোধিতা করে গত ১৩ অক্টোবর ঢাকায় সংবাদ সম্মেলন করেছিল হেফাজতে ইসলাম। তাদের অভিযোগ ছিল, ছোট শিশুদের ধর্মীয় চেতনার সঙ্গে সংগীত শিক্ষার বিষয়টি সাংঘর্ষিক।

/এএজি

সম্পর্কিত