৮ম শ্রেণির রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু ৪ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক
 ছবি: ক্যাম্পাস রিপোর্ট
ছবি: ক্যাম্পাস রিপোর্ট

২০২৪ শিক্ষাবর্ষে অধ্যয়নরত ৮ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন কার্ড বিতরণ আগামী ৪ নভেম্বর থেকে শুরু হবে। এই কার্যক্রম চলবে ১২ নভেম্বর পর্যন্ত। শিক্ষার্থীরা ঢাকা বোর্ডের বিদ্যালয় শাখা থেকে নিজ নিজ কার্ড সংগ্রহ করতে পারবে।

ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় শাখার পরিদর্শক ড. মো. মাসুদ রানা খানের স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, কার্ড বিতরণের সময়সূচি নিম্নরূপ:

৪ নভেম্বর: ঢাকা মহানগর

৫ নভেম্বর: নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ

৬ নভেম্বর: নরসিংদী ও কিশোরগঞ্জ

৭ নভেম্বর: ঢাকা জেলা ও মাদারীপুর

৯ নভেম্বর: শরীয়তপুর ও রাজবাড়ী

১০ নভেম্বর: গাজীপুর ও ফরিদপুর

১১ নভেম্বর: টাঙ্গাইল, মানিকগঞ্জ ও গোপালগঞ্জ

১২ নভেম্বর: বাকি সব জেলা

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কার্ডে কোনো ভুল-ত্রুটি থাকলে শিক্ষাপ্রতিষ্ঠানকে ২০ নভেম্বরের মধ্যে সংশোধনের জন্য নির্ধারিত ফরম জমা দিতে হবে। এই সময়সীমার মধ্যে আবেদন না করলে দায়ভার প্রতিষ্ঠান প্রধানের উপর থাকবে। আবেদনপত্রের সঙ্গে প্রতিষ্ঠান স্বীকৃতি বা নবায়নপত্র এবং কমিটি অনুমোদনপত্র জমা দিতে হবে।

যেসব সরকারি প্রতিষ্ঠানের স্বীকৃতি নবায়ন হয়নি, তাদের তা নবায়ন করা আবশ্যক। এছাড়া রেজিস্ট্রেশন কার্ড সময়মতো না নিলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

/এমএস

সম্পর্কিত