যন্ত্রণা আর উপহাস জয় করে চিকিৎসক লি

নিজস্ব প্রতিবেদক।
চীনের প্রতিবন্ধী চিকিৎসক লি চুয়াংয়ে—যিনি ভিক্ষা থেকে উঠে এসেছেন জীবনের সেবায়। ছবি: ক্যাম্পাস রিপোর্ট।
চীনের প্রতিবন্ধী চিকিৎসক লি চুয়াংয়ে—যিনি ভিক্ষা থেকে উঠে এসেছেন জীবনের সেবায়। ছবি: ক্যাম্পাস রিপোর্ট।

চীনের হেনান প্রদেশে জন্ম নেওয়া লি চুয়াংয়ে মাত্র সাত মাস বয়সে পোলিওতে আক্রান্ত হন। পা অকেজো হয়ে গেলে ছোটবেলায় রাস্তায় ভিক্ষা করতে বাধ্য হন। ১৬ বছর বয়সে লেখাপড়া শুরু করেন তিনি, জীবনের প্রতিটি ধাপে সংগ্রাম করেছেন নিজের সীমাবদ্ধতা অতিক্রম করতে।

দারিদ্র্য ও শারীরিক অক্ষমতাকে উপেক্ষা করে লি পড়াশোনা চালিয়ে যান এবং চিকিৎসা বিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। বর্তমানে তিনি শিনজিয়াংয়ের একটি গ্রামীণ হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত।

তাঁর জীবনের আরেকটি দিক হলো পর্বত আরোহনের প্রতি অনুরাগ। দুই হাতে ভর দিয়ে, ক্ষত-বিক্ষত শরীর নিয়েও তিনি পাহাড়ে আরোহণ করেন। সামাজিক মাধ্যমে এই ছবি ভাইরাল হলে মানুষ তাঁর দৃঢ়তা ও মানসিক শক্তিতে অভিভূত হয়।

লি বলেন, “আমি আমার অতীত ভুলে যেতে চাই না, কারণ সেটাই আমাকে আজকের আমি বানিয়েছে।” আজ তিনি শুধু একজন চিকিৎসক নন, এক জীবন্ত অনুপ্রেরণা—যিনি প্রমাণ করেছেন, ইচ্ছাশক্তি থাকলে প্রতিবন্ধকতাও সোপান হতে পারে।

সম্পর্কিত