সাউদার্ন ইউনিভার্সিটিতে সিন্ডিকেটের ৩৬তম সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ৩৬তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর)  সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সম্মেলন কক্ষে উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টি সচিব অধ্যাপক সরওয়ার জাহান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক শাখা–০২) মিজানুর রহমান,  বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। 

এছড়াও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক, সাধারণ শিক্ষা বিভাগের প্রধান মোহাম্মদ জমির উদ্দিন এবং রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী উপস্থিত ছিলেন। 

সভার শুরুতে উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান উপস্থিত সদস্যদের স্বাগত জানান এবং বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রম ও উন্নয়ন বিষয়ে বক্তব্য রাখেন। পরে রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যবিবরণী উপস্থাপন করেন।

সভায় ৩৫তম সিন্ডিকেট সভার গৃহীত প্রস্তাবনার অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি ৩৬তম সভার আলোচ্যসূচির বিভিন্ন সিদ্ধান্ত, বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা এবং সার্বিক মানোন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা ও অনুমোদন করা হয়।

/এএজি
 

সম্পর্কিত