ইবির ই-কার ও ভ্যান মুখোমুখি সংঘর্ষ : ভ্যান চালক গুরুতর আহত

ইবি প্রতিনিধি
 ছবি: ক্যাম্পাস রিপোর্ট
ছবি: ক্যাম্পাস রিপোর্ট

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)  ইলেকট্রনিক গাড়ি (ই-কার) ও ব্যাটারিচালিত ভ্যান মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ভ্যানচালক শাহিন গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষে তার হাত, পা ও গালে কেটে যাওয়ায় মোট দশটি সেলাই দিতে হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে । 


জানা যায়, বিশ্ববিদ্যালয়ের একটি ইলেকট্রনিক গাড়ি  'দখিনা ২' মেইনগেট থেকে মোড় নিয়ে প্রশাসন ভবনের সামনের রাস্তায় আসছিল। ঠিক সেসময় মেইনগেট থেকে আসা অপর একটি ভ্যানের সাথে সরাসরি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির চালকই আহত হন, তবে বাইরের ভ্যান চালক শাহিন তুলনামূলক বেশি আহত হয়।
এছাড়া ই-কারের সামনের গ্লাস ভেঙে যায় ও আরো ক্ষয়ক্ষতি হয়। ভ্যানের চাকা বাঁকা হয়ে যায়। 

সংঘর্ষের পরপরই উভয় চালককে দ্রুত বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে আসা হয়। ভ্যানচালক শাহিনের পায়ে চারটি, হাঁটু নিচে তিনটি, হাতে দুইটি এবং গালে একটি, সেলাই দেওয়া হয়েছে।

ইবি মেডিক্যালের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট মমতাজ বলেন, "আমরা ভ্যানচালক শাহিনকে ১০ দিনের অ্যান্টিবায়োটিকসহ যাবতীয় ওষুধ প্রদান করি। যতটুকু প্রাথমিক চিকিৎসার প্রয়োজন ছিল, তা দেওয়া হয়েছে। বাইরে থেকে কোন চিকিৎসা নেওয়ার প্রয়োজন হবে না।”

আহত ভ্যানচালক শাহিনের প্রতিবেশীরা  বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আর্থিক সহায়তার অনুরোধ জানিয়ে বলেন, "শাহিন তার পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তার পরিবার 'দিনে আনে দিনে খায়'। শাহিনের উপার্জন বন্ধ হয়ে গেলে পরিবারটি অসহায় হয়ে পড়বে। তাই দুর্ঘটনার কারণে শাহিন যে কয়টি দিন কাজ করতে পারবেন না। এই সময়ে পরিবারটির ভরণপোষণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আর্থিক সহায়তার অনুরোধ রইলো।
 

/এজি

সম্পর্কিত