জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য হালনাগাদের নতুন নিদের্শনা দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, অধিভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্য ৩ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত লিংকে পাঠানোর জন্য বলা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মানোন্নয়নের উদ্যোগ গ্রহণ ও উৎকর্ষ অর্জনে উৎসাহদানের লক্ষ্যে বার্ষিক কর্মপরিকল্পনা গ্রহণ ও প্রতিবেদন প্রণয়ন, শিক্ষার পরিবেশ, ভৌত অবকাঠামোগত অবস্থা, পরিচালন ব্যবস্থাপনা, গভর্নিং বডির (প্রযোজ্য ক্ষেত্রে) নিয়মিত সভাসহ অন্যান্য কার্যাদি, শিক্ষক-শিক্ষার্থী, প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ, একাডেমিক, প্রশাসনিক, আর্থিক কার্যক্রম, অডিট, অধিভুক্তি নবায়নের শর্তাবলী ও কর্তৃপক্ষের জারিকৃত আদেশ ও নির্দেশনাগুলো যথাযথভাবে পালনসহ সামগ্রিক বিষয়াটি কেন্দ্রীয় ডাটা সেন্টারে সংরক্ষণের মাধ্যমে কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম পরিচালনা করা হবে। এ লক্ষ্যে লিংকে প্রদত্ত তথ্য ছকটি পূরণ করে Web Link: http://collegeportal.nu.ac.bd-তে গুগল কোড ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে সিএমইএস লিংকে ক্লিক করে তথ্য ফরম যথাযথভাবে পূরণ করতে হবে।বিষয়টি অতীব জরুরি।
/এএজি