নতুন বেতন কাঠামো নিয়ে মতবিনিময় সভায় অংশগ্রহণ করতে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের শিক্ষকরা। আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা আড়াইটায় সচিবালয়ে অনুষ্ঠিত হবে সভা, যেখানে জোটের ১২ জন শীর্ষ নেতা উপস্থিত থাকবেন।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সভার তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন, জাতীয় বেতন কমিশন ২০২৫-এর চেয়ারম্যান ও অন্যান্য সদস্যদের সঙ্গে আগামীকাল তারা সচিবালয়ে মিলিত হবেন।
জাতীয় বেতন কমিশনের সদস্য সচিব ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. ফরহাদ সিদ্দিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বেতন কমিশন, ২০২৫-এর সঙ্গে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন অ্যাসোসিয়েশন ও সমিতির প্রতিনিধিরা মতবিনিময় করবেন।
সচিবালয়ের পুরোনো ভবনের সম্মেলন কক্ষে একাধিক অ্যাসোসিয়েশন ও সমিতি ভিন্ন সময়ে সভায় অংশ নেবেন। এদের মধ্যে রয়েছে ইউজিসি অফিসার্স এসোসিয়েশন, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন, বাংলাদেশ সরকারি কর্মচারী সম্মিলিত পরিষদ, আন্তঃমন্ত্রণালয় কর্মচারী এসোসিয়েশন, বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার এবং এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।
জোটের পক্ষে সভায় উপস্থিত থাকবেন অধ্যক্ষ মাইন উদ্দীন, অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী, মো. মতিউর রহমান, মো. হাবিবুল্লাহ রাজু, মো. শান্ত ইসলাম, অধ্যক্ষ মো. আলাউদ্দিন, মোহাম্মদ নুরুল আমিন হেলালী, মো. জহিরুল ইসলাম, মো. তোফায়েল সরকার, মো. রবিউল ইসলাম, মো. রাসেল মন্ডল এবং মো. মাহবুব আলম।
সভায় আলোচ্য বিষয় হবে নতুন বেতন কাঠামো, শিক্ষকদের প্রাপ্য সুবিধা ও অন্যান্য সরকারি কর্মচারীদের বেতন-ভাতা সংক্রান্ত বিষয়। সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন ও সমিতিগুলো যথাসময়ে উপস্থিত থেকে মতামত জানাবে।
শিক্ষক ও কর্মচারীদের এই সভা সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
/এমএস