বিসিএসে রিপিট ক্যাডারে নিয়োগের সুযোগ বাতিল

নিজস্ব প্রতিবেদক
ফাইল ফটো। ছবি: সংগৃহীত
ফাইল ফটো। ছবি: সংগৃহীত

একাধিকবার বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে একই ক্যাডারে বারবার সুপারিশপ্রাপ্ত হওয়া বন্ধ করা হয়েছে। এর ফলে প্রার্থীরা আর একই ক্যাডারে বারবার সুপারিশ পাবেন না। ক্ষতির সম্মুখীনও হবেন না।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত গেজেট জারি করেছে।

এর আগে বিদ্যমান বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা ২০১৪–এর বিধি-১৭ এর শেষের অংশে কিছু শর্ত যুক্ত করার প্রস্তাব করেছিলো সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তাতে অনুমোদন দিয়ে গেজেট জারি করা হয়েছে।

জানা যায়, ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২০২২ খ্রিষ্টাব্দে ২৭ মে। প্রিলিতে উত্তীর্ণ হন ১৫ হাজার ৭০৮ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১১ হাজার ৭৩২ জন। দীর্ঘ প্রক্রিয়া শেষে মৌখিক পরীক্ষার মাধ্যমে চলতি বছরের ৩০ জুন এক হাজার ৬৯০ প্রার্থীকে সুপারিশ করা হয়।

পিএসসি সূত্রে জানায়, এ বিসিএসে প্রায় ৪০০ রিপিট ক্যাডার (আগের বিসিএসেও একই ক্যাডারে নিয়োগ পেয়ে কর্মরত) হয়। এতে পদগুলো শূন্য থেকে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। সার্বিক দিক বিবেচনায় পিএসসি বিধি সংশোধন করে রিপিট ক্যাডারের তথ্য নিয়ে পুনরায় ফল প্রকাশের উদ্যোগ নেয়।

এতে ঝুলে যায় চূড়ান্ত সুপারিশ পাওয়া দেড় হাজারেরও বেশি চাকরিপ্রার্থীর ভাগ্য। এ নিয়ে প্রার্থীরা কয়েক দফায় পিএসসির সামনে মানববন্ধন করে দ্রুত সংশোধিত ফল প্রকাশ ও চলতি বছরের মধ্যেই গেজেট জারির দাবি জানান।

/এজেড

সম্পর্কিত