খাদ্য অধিদপ্তর তাদের উপখাদ্য পরিদর্শক পদের বাছাই (MCQ) পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। পরীক্ষায় মোট ৭,৮১৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে।
খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের ১৮টি জেলায় ২৫ অক্টোবর ২০২৫ তারিখে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। নির্বাচিত প্রার্থীদের ফলাফল অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, লিখিত পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।
উত্তীর্ণ প্রার্থীরা তাদের ফলাফল খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটে চেক করতে পারবেন।
/এমএস