বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষার ফলাফলের পুনঃনিরীক্ষণের বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার প্রকাশিত হয়েছে। আজ বুধবার থেকে পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হয়েছে, যা চলবে ১৬ নভেম্বর পর্যন্ত।
গত মঙ্গলবার (২৮ অক্টোবর) বাউবির পরীক্ষা নিয়ন্ত্রণক হাবিবুল্যাহ মাহামুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এইচ.এস.সি পরীক্ষা-২০২৫ এর বিষয়ভিত্তিক ফলাফলসহ চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। যে সকল শিক্ষার্থী ফলাফল পুনঃনিরীক্ষা করতে ইচ্ছুক তাদেরকে অন-লাইনে আবেদন করতে হবে। এইচএসসি পরীক্ষা-২০২৫ এর ফলাফল পুনঃনিরীক্ষণ সংক্রান্ত আবেদন ফরম exam.bou.ac.bd ওয়েব ঠিকানায় ‘পুনঃনিরীক্ষণ ও পুনঃপরীক্ষা’ লিংকে পাওয়া যাবে (উক্ত লিংকে আবেদন এবং ফি জমা দেয়ার নিয়মাবলী দেয়া আছে)।
এতে আরও বলা হয়, ওই ফরম যথাযথভাবে পূরণ করে আগামী ২৯/১০/২০২৫ হতে ১৬/১১/২০২৫ তারিখের মধ্যে উল্লিখিত ওয়েব ঠিকানায় আবেদন করতে হবে এবং মোবাইল ক্যাশ নগদের মাধ্যমে পুনঃনিরীক্ষণের ফি বাবদ প্রতি বিষয়ে ৫০০ টাকা পরিশোধ করতে হবে। নির্ধারিত তারিখের পর কোন আবেদন ও ফি জমা দেয়া যাবে না।
এর আগে রোববার (২৬ অক্টোবর) বাউবি পরিচালিত এইচএসসি পরীক্ষা ২০২৫ এর ফলাফল আজ রোববার প্রকাশিত হয়েছে। এতে শতকরা ৬২ দশমিক ৩৪ শতাংশ কৃতকার্য হয়েছেন এবং ফেল বা অকৃতকার্য হয়েছেন ৩৭ দশমিক ৬৬ শতাংশ। এছাড়া সারাদেশ জুড়ে বাউবির ১২ অঞ্চলের মধ্যে পাশের শীর্ষ অবস্থানে রয়েছে বগুড়া অঞ্চল।
/এজেড