জাপান সফরে বাউবি উপাচার্য, উপাচার্যের রুটিন দায়িত্বে উপ-উপাচার্য

নিজস্ব প্রতিবেদক
বাম থেকে অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম ও অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
বাম থেকে অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম ও অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম জাপানের হিরোশিমায় আয়োজিত আন্তর্জাতিক কর্মসূচিতে অংশগ্রহণের ঢাকা ত্যাগ করেছেন। তার অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের রুটিন উপাচার্যের দায়িত্ব পালন করবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাউবির তথ্য ও জনসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. খালেকুজ্জামান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, সিইএমসিএ-সিওএল ও হিরোশিমা পাবলিক বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে “দ্য জার্নি অব ডিজিটাল ট্রান্সফরমেশন অব এডুকেশন ইন বাংলাদেশ প্রোগ্রাম” শীর্ষক আন্তর্জাতিক অনুষ্ঠানে অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম বিশেষ অতিথি বক্তা হিসেবে অংশগ্রহণ করছেন। ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত এই ৫ দিনব্যাপী কর্মসূচিতে তিনি বাংলাদেশের উচ্চশিক্ষা ও ডিজিটাল শিক্ষার অগ্রযাত্রা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন। 

এতে আরও বলা হয়, উপাচার্যের জাপান সফরকালীন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিষয়ক উপ-উপাচার্য অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন উপাচার্যের নিয়মিত কার্যক্রম পরিচালনা করবেন।

সম্পর্কিত