চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ১৯ জন শিক্ষার্থী আন্তর্জাতিক ইন্টার্নশিপের জন্য পাকিস্তানের লাহোরে অবস্থিত ইউনিভার্সিটি অব ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্সেসে (ইউভিএএস) অংশগ্রহণ করতে যাচ্ছেন। এই উদ্যোগ শিক্ষার্থীদের আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং প্রফেশনাল দক্ষতা বৃদ্ধি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
ইন্টার্নশিপ প্রোগ্রাম আগামী ১ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। এই সময় শিক্ষার্থীরা ইউভিএএস-এর সিটি ক্যাম্পাসে বিভিন্ন ক্লিনিক্যাল বিভাগে হাতে-কলমে কাজ শিখবেন। শিক্ষার্থীরা বাস্তব জীবনের ভেটেরিনারি চিকিৎসা প্রক্রিয়া এবং প্রযুক্তি সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
প্রোগ্রামের তত্ত্বাবধান করবেন ইউভিএএস-এর ভেটেরিনারি সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. আনিলা জামির দুররানি। তিনি শিক্ষার্থীদের নির্দেশনা দেবেন যাতে তারা ক্লিনিক্যাল ও গবেষণার ক্ষেত্রে সর্বোচ্চ দক্ষতা অর্জন করতে পারে।
সিভাসুর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান শিক্ষার্থীদের বিদেশে অবস্থানকালে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা অক্ষুন্ন রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা আন্তর্জাতিক প্রশিক্ষণ ও অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে নিজের দক্ষতা এবং জ্ঞান বৃদ্ধি করুক।”
প্রোগ্রামের আয়োজন সিভাসু পরিচালনা ও গবেষণা বিভাগের পরিচালক প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দিনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ এবং পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. আব্দুল আহাদ উপস্থিত ছিলেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই ইন্টার্নশিপ বাংলাদেশের ভেটেরিনারি শিক্ষার আন্তর্জাতিকীকরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শিক্ষার্থীরা বৈশ্বিক মানের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা অর্জন করতে পারবে, যা ভবিষ্যতে পেশাগত জীবনে তাদের প্রতিযোগিতামূলক দক্ষতা বৃদ্ধি করবে।